রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের কনসার্ন নিয়ে ক্ষমতায় যেতে চাই না: হাসনাত আবদুল্লাহ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম
হাসনাত আবদুল্লাহ
expand
হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, মিডিয়া, প্রশাসন বা সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করে কিংবা প্রতিবেশী দেশ ভারতের উদ্বেগ বিবেচনায় নিয়ে তারা কোনোভাবেই ক্ষমতায় যেতে চান না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) গত বছরের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার পর ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত জানান, তাদের লক্ষ্য ক্ষমতায় যাওয়া হলেও তা হতে হবে জনগণের সমর্থন ও ভোটে। তার ভাষায়, আমরা জনগণের সিদ্ধান্ত ছাড়া কোনো গোপন সমঝোতা বা অস্বচ্ছ সমীকরণের মধ্য দিয়ে ক্ষমতায় উঠতে চাই না।

তিনি আরও বলেন, জনগণ যদি মনে করে এনসিপি নেতৃত্ব দেওয়ার যোগ্য, তাহলে তাদের ম্যান্ডেট নিয়েই তারা ক্ষমতায় যেতে আগ্রহী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X