বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে পুলিশের অভিযান, গ্রেফতার ১১

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০২:০৪ পিএম
গ্রেপ্তারকৃত আসামিরা
expand
গ্রেপ্তারকৃত আসামিরা

মোহাম্মদপুরে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপি বলছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা বিস্ফোরক আইন, চাঁদাবাজি, মাদক, পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশ আইনে বিভিন্ন অভিযুক্ত।

এর মধ্যে বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় একজন, মাদক মামলায় ছয়জন, পরোয়ানা মূলে তিনজন এবং ডিএমপি অধ্যাদেশে একজন।

গ্রেফতারকৃতরা হলো- জাকির মল্লিক (৩২), রুবেল (২৫), গোলাম মোস্তফা (৪৮), শরিফুল (২৫), মিরাজ (২৮), কাউসার হাসান (২২), সুমিত (২৩), বাদশা (২৪), সাঈদ (২৮), তাজু (২৭) ও ইমরান (৩৫)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে জানিয়ে ডিএমপি বলছে, শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন