বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টানা চার দফায় স্বর্ণের দাম কমল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পিএম
expand
টানা চার দফায় স্বর্ণের দাম কমল

দেশের স্বর্ণবাজারে টানা চতুর্থবারের মতো কমেছে স্বর্ণের দাম। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে নতুন দামের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ ঘোষণায় প্রতি ভরিতে কমেছে ১০ হাজার ৪৭৪ টাকা। নতুন দাম আজ (২৯ অক্টোবর) থেকে কার্যকর হচ্ছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক অবস্থা বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে। ফলে চার দফায় মোট স্বর্ণের দাম কমেছে ২৩ হাজার ৫৭৩ টাকা।

নতুন হার অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে—২২ ক্যারেট: ১,৯৩,৮০৯ টাকা। ২১ ক্যারেট: ১,৮৫,০০৩ টাকা। ১৮ ক্যারেট: ১,৫৮,৫৭২ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৩১,৬২৮ টাকা।

বাজুসের নিয়ম অনুযায়ী, বিক্রয়মূল্যের সঙ্গে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার মান, নকশা বা ওজনভেদে মজুরিতে পার্থক্য হতে পারে।

আগের দফায় কমেছিল তিন হাজার টাকার বেশি

এর আগে সোমবার (২৭ অক্টোবর) বাজুস স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল। তখন ভরিপ্রতি ৩,৬৭৪ টাকা হ্রাস করা হয়। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা, যা ২৮ অক্টোবর থেকে কার্যকর হয়েছিল। তখন অন্যান্য মানের দাম ছিল—

২১ ক্যারেট: ১,৯৪,৯৯৯ টাকা

১৮ ক্যারেট: ১,৬৭,১৪৫ টাকা

সনাতন পদ্ধতি: ১,৩৮,৯৪২ টাকা

রুপার দামে কোনো পরিবর্তন নেই

স্বর্ণের দাম টানা কয়েক দফায় কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে বাজারে—২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪,২৪৬ টাকা। ২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা। ১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা।সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন