বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইবতেদায়ী শিক্ষক ও পুলিশের মুখোমুখি সংঘর্ষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০২:২৬ পিএম আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ পিএম
জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সাথে শিক্ষদের সংঘর্ষের ঘটেছে ঘটনা ঘটে
expand
জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সাথে শিক্ষদের সংঘর্ষের ঘটেছে ঘটনা ঘটে

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক ও পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে টানা ১৭তম দিনেও রাজপথে অবস্থান নিয়েছেন শিক্ষকরা।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে ভুখা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হতে গেলে পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে। পাশাপাশি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাউন্ড গ্রেনেডও ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শিক্ষকদের এই কর্মসূচির নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।

শিক্ষকরা জানান, তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা প্রেসক্লাবের সামনেই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন বলে ঘোষণা দিয়েছেন।

এর আগে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবের সঙ্গে সাত সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। এর প্রতিবাদেই বুধবারের ‘ভুখা মিছিল’ কর্মসূচি ঘোষণা করা হয়।

আন্দোলনকারীদের মূল দাবিগুলো

১. সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা দ্রুত জাতীয়করণের আওতায় আনতে হবে। ২. অনুদানভুক্ত ও অনুদানবিহীন প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে সরকারি ঘোষণা দিতে হবে। ৩. ইতিমধ্যে যাচাই-বাছাই করা এক হাজার ৮৯টি মাদরাসাকে এমপিওভুক্তির অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে। ৪. স্বীকৃতিপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য নতুন এমপিও তালিকা প্রকাশ করতে হবে। ৫. প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক শিক্ষক পদ সৃষ্টি এবং আলাদা অধিদপ্তর গঠন করতে হবে।

সভাপতি কাজী মোখলেছুর রহমান বলেন, আমরা ঘরে ফিরব না যতক্ষণ না আমাদের দাবি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হচ্ছে। শিক্ষকদের ন্যায্য দাবিকে উপেক্ষা করা যায় না।

দেশের বিভিন্ন জেলার শিক্ষকরা দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন। এই দাবিকে কেন্দ্র করে ঢাকায় অবস্থান কর্মসূচি ও গণঅনশনসহ ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন