সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলের যুবকরা বেকার থাকবে না: সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৭:০২ পিএম
নির্বাচনী মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু
expand
নির্বাচনী মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইলের প্রতিটি সন্তানকে কর্মসংস্থানের আওতায় আনবো। সদর থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত আধুনিক শহর গড়ে তুলব।

শনিবার (২৯ নভেম্বর) জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু সভাপতিত্বে শহরের কাগমারিতে পৌরসভার ৭,৮, ও ৯ ন ওয়ার্ড বিএনপির আয়োজনে সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী,জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ,জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভ সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, টাঙ্গাইল সদর-৫ আসনে নতুন নেতৃত্বের মাধ্যমে উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে।

মতবিনিময় সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X