সোমবার
০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম
তারেক রহমান ও শফিকুল আলম
expand
তারেক রহমান ও শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, তারেক রহমান যখন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে চাইবেন, তার বিষয়ে সরকারের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে শফিকুল আলম লিখেছেন, জনাব তারেক রহমানের আজকের বক্তব্য অনুযায়ী, দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণাধীন নয়।

এই প্রসঙ্গে তাকে জানতে চাওয়া হয়েছিল, তার বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিধি-নিষেধ আছে কি না।

এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, “সরকারের কোনো বিধি-নিষেধ বা আপত্তি নেই।”

প্রেস সচিব আরও উল্লেখ করেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রতি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশের জনগণের কাছে তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়ার আবেদন জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন