শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত কর্মীদের মেরে ‘শোয়াইয়া’ দেওয়ার হুমকি তাঁতী দল নেতার, ভিডিও ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম
ছবিটি ভিডিও থেকে নেয়া
expand
ছবিটি ভিডিও থেকে নেয়া

রাজশাহীর বাগমারার জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতার বিরুদ্ধে জামায়াতের নেতাকর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাঁর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জামায়াতের প্রার্থীর পক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযুক্ত ওই নেতার নাম নওশাদ মোল্লাহ (৩০)৷ তিনি উপজেলার নরদাশ ইউনিয়নের হাটমাধনগর গ্রামের বাসিন্দা এবং তাঁতী দলের উপজেলা শাখার নেতা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ বিষয়ে নওশাদ মোল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি। তবে নরদাশের বাসিন্দা ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বলেন, ‘তাঁর বক্তব্য শুনেছি। রাজনৈতিক বক্তব্য সহনশীল হওয়া উচিত।’ তিনি জানান, নওশাদ মোল্লাহ আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় নরদাশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাটমাধনগরে ধানের শীষের প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমানের নির্বাচনের ক্যাম্পে এক প্রচারণা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন তাঁতী দলের নেতা নওশাদ মোল্লাহ। তিনি জামায়াতের স্থানীয় কয়েকজন নেতাকে ইঙ্গিত করে এ বক্তব্য দেন।

৩১ সেকেন্ডের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি বলেন, ‘নয় নম্বর ওয়ার্ডে উচ্ছৃঙ্খল কিছু জামাত আছে, তাদের আচরণ উচ্ছৃঙ্খল। এ রকম উচ্ছৃঙ্খল জামাত যদি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে তাদের আপনারা যেভাবে পারেন শায়েস্তা করবেন। ভোটের আচরণ না মানলে তাদের শোয়াইয়া দেবেন।’

জামায়াত নেতা আবদুল মান্নান বলেন, ‘তাঁতী দলের ওই নেতার প্রকাশ্য হুমকির কারণে জামায়াতের কর্মী, সাধারণ লোকজন ও ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, ‘পরবর্তী পদক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।’

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জাতীয় সংসদ নির্বাচনে চারজন প্রার্থী আছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান, জামায়াতের ডা. আব্দুল বারী সরদার, জাতীয় পাটির ফজলুল হক এবং ইসলামি আনদোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X