শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

থানায় যাচ্ছি, আগে বিচার তারপর নির্বাচন: তাহেরী

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ এএম আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ এএম
গিয়াসউদ্দিন তাহেরী
expand
গিয়াসউদ্দিন তাহেরী

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সুন্নী জোট মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন তাহেরীর মোমবাতি প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল আনুমানিক ৫টার দিকে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বড়কুটা বাজার এলাকায় মোমবাতি প্রতীকের পক্ষে মাইকিং প্রচারণা চলাকালে বিএনপি নেতা নজরুল ইসলাম প্রচারণা বন্ধ করে দেন। এ সময় তাহেরীর এক সমর্থকের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও ওঠে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে গিয়াসউদ্দিন তাহেরী তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য দেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুন্নী জোটের প্রার্থী আল্লামা গিয়াসউদ্দিন তাহেরী বলেন, “এটি স্পষ্টভাবে পেশী শক্তির বহিঃপ্রকাশ। শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। আগে বিচার, তারপর নির্বাচন—এই দাবিতে আমরা চুনারুঘাট থানায় যাচ্ছি।”

তিনি আরও অভিযোগ করেন, ধানের শীষের প্রার্থীর সমর্থকরা পরিকল্পিতভাবে মোমবাতি প্রতীকের প্রচারণা বন্ধ করতে এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, “লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X