মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রচারণায় মোটরসাইকেল শোডাউন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
ধানের শীষের প্রচারণায় মোটরসাইকেল শোডাউন
expand
ধানের শীষের প্রচারণায় মোটরসাইকেল শোডাউন

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও শিল্পপতি মো. মুজাহিদুল ইসলাম মুজাহিদ ধানের শীষের পক্ষে মোটরসাইকেল শোডাউন করেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকসহ প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে তিনি শোডাউন ও প্রচারণায় অংশ নেন। শোডাউনটি পাংশা পৌর এলাকা থেকে শুরু হয়ে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা তথা রাজবাড়ী-২ সংসদীয় আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রচারণার এক পর্যায়ে মো. মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের লক্ষ্যেই আমরা ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেছি। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আমরা গ্রাম-গঞ্জ ও পাড়া-মহল্লায় নিরলসভাবে কাজ করছি। রাজবাড়ী-২ আসনে ধানের শীষের যিনি প্রার্থী হবেন, তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমি বিশ্বাস করি।”

এসময় তিনি আশা প্রকাশ করেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে রাজবাড়ী-২ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন