শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শিবপুরে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুরে আলোচনা সভা
expand
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুরে আলোচনা সভা

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহ।

আজ (শুক্রবার) বিকেল সাড়ে তিনটায় শিবপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি কলেজ গেইটসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল হারিস রিকাবদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আকরামুল হাসান মিটু।

বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন। এই দিনটি মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে ইতিহাসে অমর হয়ে থাকবে।

আলোচনা সভায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন