

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনের একটি কোচে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ভোররাতে স্টেশন এলাকার ওয়াশপিট অংশে অন্ধকারের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা ট্রেনের কোচে গানপাউডার ও পেট্রোল ঢেলে আগুন লাগায়। আগুনে কয়েকটি সিট আংশিক পুড়ে যায়। আরও কয়েকটি সিটে গানপাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে থাকা অবস্থায় পাওয়া যায়। নিরাপত্তা কর্মীরা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার মো. আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক সাহসী ভূমিকার কারণে নাশকতার চেষ্টা ব্যর্থ হয়েছে। স্টেশনের সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক।’
ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন বলেন, ‘ওয়াশপিট এলাকায় রাতে অন্ধকার থাকে। সেই সুযোগে দুর্বৃত্তরা পেট্রোল ও গানপাউডার দিয়ে ট্রেনে আগুন দেয়। দ্রুত বুঝতে পারায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্বৃত্তরা পালিয়ে গেছে।’
ওসি আরও জানান, স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন