

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের নশংকর ৬নং ওয়ার্ড এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাটির সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর নশংকর শেখবাড়ি জামে মসজিদ সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, কামারখাড়া মেইন রোড থেকে সুলতান শেখের বাড়ি হয়ে নশংকর মতি হালদারের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। কাঁচা রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং সেখানে পানি জমে থাকে। ফলে যানবাহন তো দূরের কথা, মানুষ পায়ে হেঁটেও চলাচল করতে পারছে না। বিদ্যালয়ের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা দ্রুত সড়কটির সংস্কারের দাবি জানিয়ে বলেন, “বছরের পর বছর রাস্তাটি এমনই অবস্থায় পড়ে আছে, কিন্তু কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি পড়ছে না। বর্ষার সময় কাদা-পানিতে ডুবে যায় রাস্তাটি, ফলে মানুষ চলাচলই করতে পারে না।” তারা আরও বলেন, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায়, বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়।
বক্তারা স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে দ্রুত রাস্তার সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, উন্নয়নের নানা প্রকল্পের কথা শোনা গেলেও এই এলাকাটি সবসময় অবহেলিত থেকে যাচ্ছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ইউপি সদস্য মো. রিপন মোল্লা, মামুন পেয়াদা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লা, আলামিন মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন