রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শিবচরে জামায়াত প্রার্থী সারোয়ার হোসেন মৃধার মতবিনিময়

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
চাইনিজ রেষ্টুরেন্ট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
expand
চাইনিজ রেষ্টুরেন্ট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সারোয়ার হোসেন মৃধা শিবচরে কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।

আজ শনিবার (৮ নভেম্বর) সকাল ১১.৩০ টায় স্হানীয় একটি চাইনিজ রেষ্টুরেন্ট এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই মতবিনিময় সভায় তিনি বলেন , “সকল অনিয়ম ও বৈষম্য দূর করে কিভাবে একটি সুন্দর ও আধুনিক শিবচর গড়া যায়—সে বিষয়ে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করছি।”

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সরোয়ার হোসেন মৃধা বলেন, “যদি জনগণ আমাকে সুযোগ দেন, তবে শিবচরের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা জাতীয় পর্যায়ের সঙ্গে সমন্বয় করে নতুনভাবে সাজানো হবে। শিবচরে একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবী, এ বিষয়ে আমি কার্যকর পদক্ষেপ নেব।”

তিনি আরও বলেন, “শিবচর নদী ও খালবেষ্টিত একটি অঞ্চল। এখানে সারা বছর নৌযান চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় খনন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হবে।”

মতবিনিময় সভায় শিবচরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট,অনলাইন ও স্হানীয় পত্রিকায় কর্মরত সকল সাংবাদিক ছাড়া ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন