রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কোনাবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
নির্বাচিত সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়
expand
নির্বাচিত সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়

গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনন্দ টেলিভিশনের প্রতিনিধি অজয় সরকার ঝুটন।

শনিবার (৮ নভেম্বর) কোনাবাড়ী মেট্রো স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে দুপুরে ঘোষণা করা হয় নির্বাচনের ফলাফল।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অজয় সরকার ঝুটন ও মোঃ তৌফিক ইসলাম। নির্বাচনে তৌফিক ইসলাম পান ৫ ভোট এবং অজয় সরকার ঝুটন পান ১৯ ভোট। ১৪ ভোটের ব্যবধানে বিজয়ী হন অজয় সরকার জোটন।

এর আগে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে নির্বাচিত হন মোঃ মোরশেদ আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন দৈনিক কালবেলা-এর প্রতিনিধি মানিক মিয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন