

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত দুই মাদক সম্রাট সহ মোট ০৩ জনকে এলাকাবাসীর সহযোগিতায় গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের সময় উপজেলার ০৭নং বামনী ইউনিয়নের সাগরদী কাফিলাতলী এলাকার জামালের বসতঘর থেকে রায়পুর থানার এসআই সুদীপ্ত, এএসআই রাসেল ও এএসআই সজিবের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দেলোয়ার হোসেন মাইকেল, মোঃ জামাল ও এমরান হোসেন। এসময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ কয়েক পিস ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানের সময় কয়েক ঘন্টা তারা ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে বিপুল পরিমাণ ইয়াবা পানিতে গুলিয়ে নষ্ট করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত জামালের বাড়িতে এক যুবক মাদক ক্রয় করার জন্য আসলে স্থানীয় লোকজন বাড়ি ঘেরাও দেয়। পরবর্তীতে তল্লাশি করার পর মাদকদ্রব্যের আলামত চিহ্নিত হলে তারা ৯৯৯ এ কল দিয়ে প্রশাসনকে অবহিত করেন।
এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা যায় উক্ত মাদক ব্যাবসায়ীরা দীর্ঘ দিন থেকে এই মাদক সেবন ও বিক্রয় করে আসছে। মাদক কারবারির কারণে এর আগেও বেশ কয়েকবার আটক করা হয়েছে তাদেরকে।
রায়পুর থানার এসআই সুদীপ্ত জানান, মাইকেলের বিরুদ্ধে ১৩টি এবং জামালের বিরুদ্ধে ২টি মাদক মামলা চলমান রয়েছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযানের পর পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযান শেষে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    