

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফিসারিতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখলাছ মিয়া (২২) নামে এক তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নারান্দী ইউনিয়নের বড় আজলদী গ্রামে নিজ ফিসারির পাড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত এখলাছ মিয়া ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি সুখিয়া বাজারে পোল্ট্রি ফিড ও ওষুধের দোকান পরিচালনা করতেন। পরিশ্রমী ও হাসিখুশি স্বভাবের এখলাছ স্থানীয়দের কাছে ছিলেন একজন উদীয়মান তরুণ উদ্যোক্তা হিসেবে পরিচিত।
পরিবারের তথ্যমতে, দুপুরে এখলাছ নিজের ফিসারিতে সেচ দেওয়ার জন্য মোটর চালাতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলমগীর হোসেন পরীক্ষা করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন