

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পঞ্চগড় জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আলোচিত সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার নিয়ে কাজ করা সাবেক আলোচিত দুদক পরিচালক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী সায়েমুজ্জামানকে।
তিনি বর্তমানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
অন্যদিকে, পঞ্চগড়ের বর্তমান জেলা প্রশাসক মো. সাবেত আলীকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।
নতুন জেলা প্রশাসক পাওয়া জেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।
এর আগে গতকাল শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে আরও ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে রদবদল ও নয়জনকে নতুনভাবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকারে অভিযান পরিচালনার ঘটনায় আলোচনায় আসেন দুদকের সাবেক পরিচালক কাজী সায়েমুজ্জামান।
ওই সময় বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে অভিযোগ করে। পরবর্তীতে ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি তাঁকে ওই তদন্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।
সেসময় সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসন্ধান ও তদন্তাধীন বিষয় নিয়ে লেখালেখির কারণে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও সূত্রে জানা যায়।
দুই দিনে মোট ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মন্তব্য করুন