

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের বেঙ্গালুরুর কেন্দ্রীয় কারাগারে ভয়াবহ নিরাপত্তা ঘাটতি ও করুণ পরিস্থিতি নিয়ে তোলপাড় চলছে। কারাগারের ভেতরে বন্দিদের মদ খাওয়া, নাচানাচি করা এবং পার্টি করার ভিডিও সামনে এসেছে, যা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
গতকাল শনিবার (৮ নভেম্বর) কারাগারে আইএসআইএস (ISIS)-এর এক রিক্রুটার ও এক সিরিয়াল ধর্ষক-খুনির ফোন ব্যবহার ও টিভি দেখার ছবি-ভিডিও ভাইরাল হওয়ার পর আজ রোববার (৯ নভেম্বর) আরও দুটি নতুন ভিডিও সামনে এসেছে:
একটি ভিডিওতে দেখা গেছে, বন্দিরা ওয়ান টাইম গ্লাসে মদ, কাটা ফল এবং ভাজা চিনাবাদাম দিয়ে পার্টির আয়োজন করেছেন। অন্য একটি ভিডিওতে মদের চারটি বোতল দেখা যায় এবং কিছু কয়েদি শব্দের তালে তালে নাচছেন।
গতকাল ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে আইএসআইএস রিক্রুটার জুহাইব হামিদ শাকিল মান্না ফোন চাপছেন এবং চা খাচ্ছেন। ওই সময় ব্যাকগ্রাউন্ডে টেলিভিশন অথবা রেডিওর শব্দ শোনা যাচ্ছিল। ভুলপথে পরিচালিত করে তরুণদের সিরিয়ায় পাঠানোর দায়ে তাকে আটক করা হয়।
আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে উমেশ রেড্ডি নামে এক সিরিয়াল কিলার ও ধর্ষক দুটি অ্যান্ড্রোয়েড ফোন ব্যবহার করছেন। এছাড়া তার কাছে একটি বাটন ফোনও দেখা যায়। এই সিরিয়াল খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু ২০২২ সালে তার সাজা কমিয়ে ৩০ বছরের কারাদণ্ডে নামিয়ে আনা হয়।
মান্না এবং রেড্ডি ছাড়া তরুণ রাজু নামে আরেক কয়েদির ভিডিও সামনে এসেছে। এতে তাকে মোবাইল ফোন ব্যবহার এবং রান্না করতে দেখা গেছে। এই ব্যক্তি সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। জেনেভায় পালিয়ে যাওয়ার সময় তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল।
কেন্দ্রীয় কারাগারের এমন করুণ অবস্থা দেখে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামিয়া উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া কারা বিভাগও তদন্ত শুরু করেছে।
রাজ্যটির হোম মিনিস্টার জি পরমেশ্বর বলেছেন, এসবের সঙ্গে জড়িত কারা কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন
