সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে জামায়াত প্রার্থীর ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:১০ পিএম আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১০:০০ পিএম
জামায়াত প্রার্থীর ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ
expand
জামায়াত প্রার্থীর ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ

চোখের চিকিৎসা নিতে সকাল থেকেই ভিড় জমে চরখরিচা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। কেউ চোখ পরীক্ষা করাচ্ছেন, কেউ আবার চশমা নিচ্ছেন।

রোববার (৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ সদরের এই বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বিনামূল্যের চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের উদ্যোগে আয়োজিত এ ফ্রি ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, জামালপুর শাখার চিকিৎসক দল।

দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে ৫ শতাধিক রোগী চক্ষু চিকিৎসা সেবা নেন। তাঁদের মধ্যে শতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। প্রাথমিক পরীক্ষায় যাঁদের ছানি শনাক্ত হয়েছে, তাঁদের প্রায় অর্ধশত রোগীকে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, জামালপুরে পাঠানো হয় অপারেশনের জন্য।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ময়মনসিংহ মহানগর আমীর এবং ময়মনসিংহ-৪ (সদর) আসনের এমপি প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। তিনি রোগীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, “চরাঞ্চলের মানুষ চিকিৎসা সেবায় এখনো পিছিয়ে আছে। গ্রামীণ হাসপাতাল থাকলেও জনবল ও উপকরণের অভাবে সঠিক চিকিৎসা পাওয়া কঠিন। ইনশাআল্লাহ, সুযোগ পেলে চিকিৎসাসেবা আধুনিকীকরণ এবং যোগাযোগব্যবস্থা উন্নয়নে কাজ করব।”

স্থানীয়রা জানান, এই ধরনের চিকিৎসা উদ্যোগ চরাঞ্চলের মানুষের কাছে আশার আলো হয়ে এসেছে। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের ফ্রি চিকিৎসা ক্যাম্প চালু রাখার আহ্বান জানান।

ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, শম্ভুগঞ্জ এলাকার সভাপতি মাস্টার মফিদুল আলম, বোররচর এলাকার সভাপতি ডা. সাইফুল ইসলাম এবং মহানগর মিডিয়া বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মু. আল মুজাহিদ।

এছাড়াও চরখরিচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন