

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের বাহুবলে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। সোমবার (১০ নভেম্বর) ভোর রাত ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুর নুরের ছেলে সাহিদ মিয়া (৪২), সাহিদ মিয়ার ছেলে রনি মিয়া (২১), আলিম উদ্দিনের ছেলে তানভীর মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই আলিম ও সঙ্গীয় ফোর্স বাগানবাড়ী এলাকার নেছার উদ্দিনের বাড়ির প্রবেশমুখে অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন একটি নোহা গাড়ি তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা তিনজনকেও আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করে থানায় আনা হয়েছে।
বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন