সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:১৯ এএম
ছুটছে মেট্রোরেল-ফাইল ছবি
expand
ছুটছে মেট্রোরেল-ফাইল ছবি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সংস্থাটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, মেট্রোরেল ভবন, ডিপো, স্টেশন, ডিএমটিসিএলের অধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট স্থাপনায় নিয়োজিত কর্মকর্তাসহ সকল কর্মচারীর ছুটি বাতিল করা হলো। নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

তবে আদেশে ছুটি বাতিলের কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

সংস্থার অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনার কারণে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

বিশেষ করে চলতি মাসের মাঝামাঝি সময়ে একটি গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণার কথা রয়েছে, যাকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শে মেট্রোরেল কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি স্থগিত করেছে এবং স্থাপনাগুলোর নিরাপত্তা ও নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন