সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের সমাবেশ

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম
শেরপুরে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের সমাবেশ
expand
শেরপুরে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের সমাবেশ

শেরপুর-১ (সদর) আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শ‌ফিকুল ইসলাম মাসুদ‌কে মনোনয়ন না দেওয়ায় শহ‌রে বিক্ষোভ মি‌ছিল ও সমাবেশ করেছেন তার কর্মী-সমর্থকেরা।

রোববার (৯ নভেম্বর) বি‌কেলে শহরের রঘুনাথপুরস্থ জেলা বিএন‌পির কার্যাল‌য়ের সাম‌নে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রার্থীর প‌রিবর্তন চে‌য়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের সা‌বেক সাধারণ সম্পাদক দোলায়ার হো‌সে‌নের সভাপ‌তিত্বে বক্তব্য রাখেন জেলা বিএন‌পির সদস‌্য আমিনুল ইসলাম, হাসানুজ্জামান রেজা জিয়া, জেলা বিএন‌পির সা‌বেক সহ-সাংগঠ‌নিক সম্পাদক শ‌ফিকুল ইসলাম, জেলা ম‌হিলা দ‌লের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা ব‌লেন, শেরপু‌রের তৃণমু‌লের মানু‌ষের জন‌প্রিয় নেতা হ‌চ্ছে শ‌ফিকুল ইসলাম মাসুদ। তি‌নি দ‌লের ত‌্যাগী নেতা। আমরা চাই শেরপুর-১ আস‌নে পূর্নমূল‌্যায়ন ক‌রে দ‌লের প্রার্থীতা প‌রিবর্তন ক‌রে শ‌ফিকুল‌কে বিএন‌পির দলী প্রার্থী হি‌সে‌বে ঘোষণা দেওয়া হোক। শ‌ফিকুল‌কে দলীয় ম‌নোনয়ন না দেওয়া হ‌লে দ‌লের তৃণমূ‌লের নেতা-কর্মী ও ভোটার‌দের নি‌য়ে বৃহৎ কর্মসূ‌চি গ্রহণ করা হ‌বে। তারা অবিলম্বে বিএন‌পির জেলা ক‌মি‌টির যুগ্ম আহ্বায়ক ও দলীয় ম‌নো‌নিত প্রার্থী সান‌সিলা জেব‌রিন প্রিয়াংকার মনোনয়ন প্রত্যাহার করে শ‌ফিকুল ইসলাম মাসুদ‌কে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, শেরপুর তিনটি আস‌নে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। এতে শেরপুর -১ আস‌নে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সান‌সিলা জেব‌রিন প্রিয়াংকাকে দলের প্রার্থী ঘোষণা করা হয়। এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শ‌ফিকুল ইসলাম মাসুদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন