সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে আ.লীগ নেতা কৃষক দলের সাধারণ সম্পাদক, কমিটি স্থগিত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
মো. মুক্তার আলী
expand
মো. মুক্তার আলী

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নে কৃষকদলের নতুন কমিটি গঠন নিয়ে দেখা দিয়েছে ব্যাপক বিতর্ক।

জানা গেছে, উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়ন কৃষকদলের কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে মো. মুক্তার আলীকে যিনি স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ২১ নম্বর সদস্য হিসেবে পরিচিত।

এ ঘটনায় ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠলে উপজেলা কৃষকদল ঐ কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।

এ বিষয়ে মো. মুক্তার হোসেন মৃধা বলেন, আমি ৫টি নাশকতার মামলার আসামি। ২০১৬ সালে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু আমি কখনোই আওয়ামী লীগে যোগদান করিনি।

কিভাবে আমার নাম সেই কমিটিতে এসেছে, আমি জানি না। ৫ তারিখের আগে আমি ওই কমিটির ব্যাপারে কিছুই জানতাম না। পরে কেউ ষড়যন্ত্র করে আমার নাম ব্যবহার করেছে।”

গত ৪ নভেম্বর মো: মোয়াজ্জেম হোসেনকে সভাপতি ও মুক্তা আলী মৃধাকে সাধারণ সম্পাদক করে মির্জাপুর ইউনিয়ন কৃষক দলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির উপজেলা কৃষক দল।

পরে ২ দিন পর বিতর্কের মুখে ওই কমিটির সকল কার্যক্রম স্থগিত করে উপজেলা কৃষকদল।

উপজেলা কৃষকদলের একাধিক নেতা জানান, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে এবং যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন