সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

জবি প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২:২১ পিএম আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
রাজধানীর পুরান ঢাকায় প্রকাশ্যে সন্ত্রাসীরা গুলি করে ব্যবসায়ীকে হত্যা করে
expand
রাজধানীর পুরান ঢাকায় প্রকাশ্যে সন্ত্রাসীরা গুলি করে ব্যবসায়ীকে হত্যা করে

রাজধানীর সুত্রাপুর, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন।

নিহতের বয়স আনুমানিক ৫০–৫৫ বছর।

আজ সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা পৌনে ১২টায় মৃত ঘোষণা করেন।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানিয়েছেন, বেলা ১১টার দিকে হাসপাতালের সামনের রাস্তায় গোলাগুলি হয়েছে। শব্দ শুনে কিছুক্ষণ পর তারা রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন।

সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহতের পরিচয় কেউ জানে না এবং কে তাকে গুলি করেছে, তা বলা যাচ্ছে না।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পূর্ব পরিচিত ফাইজুল হক অপু জানান, নিহতের ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয়।

এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেল কলেজে এসে নিহতের পরিচয় সনাক্ত করেন।

তিনি জানান, নিহতের নাম তারিক সাইফ মামুন (৫৫)। তিনি ব্যবসায়ী ছিলেন। এর আগে গাজীপুরে তাদের পরিচয় হয়েছিল।

নিহতের জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার বাবার নাম এসএম ইকবাল। বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী এলাকায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন