মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ছাত্রদল নেতার বাড়িতে আগুন

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:২০ এএম
আগুনে ৫টি কক্ষ পুরোপুরি ভস্মীভূত। ছবি: এনপিবি
expand
আগুনে ৫টি কক্ষ পুরোপুরি ভস্মীভূত। ছবি: এনপিবি

জামালপুরের মেলান্দহ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-স্কুল বিষয়ক সম্পাদক ও জিয়ারের সৈনিক মেলান্দহ, জামালপুর জেলা শাখার সভাপতি সাকিবুল হাসান সাকিবের পরিবারের বাড়িতে রাতের অন্ধকারে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনা ঘটে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বজরুদ্দিপাড়া এলাকায় আলহাজ্ব ইদ্রিস আলী নায়েবের বাড়িতে। পাঁচটি কক্ষ পুরোপুরি ভস্মীভূত হওয়ার পাশাপাশি নগদ টাকা, আসবাবপত্র এবং অন্যান্য মূল্যবান মালামাল প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে পরিবারের কোনো সদস্য আহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা দ্রুত ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বক্তব্য, নায়েব হওয়ায় বাড়িতে গুরুত্বপূর্ণ জমির কাগজপত্র ও নগদ অর্থ ছিল, যা আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়েছে। প্রতিবেশীরা অনুমান করছেন, সম্ভবত রাইস কুকার বা গ্যাস সিলিন্ডারের সংস্পর্শে আগুনের সূত্রপাত হয়েছে।

রাতের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন