শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি
expand
গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরের পরে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি ও গাজীপুর-৬ (টঙ্গী-গাছা-পুবাইল) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সালাউদ্দিন সরকারের নেতৃত্বে প্রায় ৫০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি টঙ্গী কলেজ গেট থেকে শুরু হয়ে মিলগেট এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপি’র বিভিন্ন ইউনিটের প্রায় অর্ধলক্ষ নেতাকর্মী র‍্যালিতে অংশ নেন।

র‍্যালি চলাকালে “গাজীপুর-৬ আসনে দরকার সালাউদ্দিন সরকা”, “গাজীপুরে দরকার সালাউদ্দিন সরকার”, “ভোট দেব ধানের শীষে”— এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো টঙ্গী এলাকা। সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সালাউদ্দিন সরকার বলেন,“গাজীপুর-৬ তথা টঙ্গী, গাছা ও পূবাইল সারাদেশের মাঝে একটি গুরুত্বপূর্ণ আসন।

ঢাকায় প্রবেশের মূল প্রবেশদ্বার এই টঙ্গী। তাই এই আসন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। আমি আইনি লড়াই করছি গাজীপুর থেকে একাই এবং ইনশাআল্লাহ আগামী ১০ তারিখে এর একটি ইতিবাচক ফল পাবো।” তিনি আরও বলেন,“গাজীপুর-৬ আসনের মানুষ আমার পরিবারের অবদান সম্পর্কে জানে। তারা আমাকে ধানের শীষের প্রতীকের নেতৃত্বে দেখতে চায়। আমি আশাবাদী, জনাব তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক প্রদান করবেন ইনশাআল্লাহ।”

টঙ্গী পূর্ব থানা বিএনপি নেতা জসিম দেওয়ানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন,

এছাড়া আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলেক, গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম মমিনুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, যুবদল নেতা সৌমিক সরকারসহ প্রমুখ। এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আহ্বান জানান, গাজীপুর-৬ আসনে আলহাজ্ব সালাউদ্দিন সরকারকে যেন ধানের শীষ প্রতীক প্রদান করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন