শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্প থেকে বন্দুক ও গুলি উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম
7226
expand
উদ্ধার করা বন্দুক ও গুলি

কক্সবাজারের উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-১৫ ব্লকের আরটিএম হাসপাতালের পাহাড়ের নিচের এলাকায় এ অভিযান চালানো হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো বলেন “রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে একটি সশস্ত্র রোহিঙ্গা গ্রুপ। আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন,“অবৈধ অস্ত্রধারীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। যেকোনো মূল্যে ক্যাম্পে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও রওফ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছে। ফলে ক্যাম্পের ভেতরে নিয়মিত গোলাগুলি ও হামলার ঘটনা ঘটছে। সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে রাতের বেলা চলাফেরা বন্ধ করে দিয়েছেন।অভিযানের পর ক্যাম্প-১৯ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন