

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উখিয়া–টেকনাফে ‘পরিবর্তনের রাজনীতি’ গড়ে তোলার অঙ্গীকার জানিয়ে যুবসমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
শনিবার বিকেলে উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি বলেন, এলাকার তরুণরা পেশিশক্তির হুমকিকে ভয় পায় না; যুবসমাজ জেগে উঠলে কারও পক্ষে ভোট ছিনতাই করা সম্ভব নয়।
শাহজাহান দাবি করেন, উখিয়া–টেকনাফে চাঁদাবাজ–সন্ত্রাসমুক্ত রাজনৈতিক পরিবেশ গঠনে মাওলানা নুর আহমদ আনোয়ারির কোনো বিকল্প নেই।
তাঁর ভাষ্য, “মাঠে যে গণজোয়ার দেখা যাচ্ছে তা বিরোধী শক্তিকে আতঙ্কিত করেছে, তাই পেশিশক্তির হুমকি দেওয়া হচ্ছে।”
স্বাধীনতার চেতনা স্মরণ করে তিনি আরও বলেন, আবু সাঈদ ও মুগ্ধদের প্রজন্ম যেমন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিল, আজকের তরুণদেরও এই অঞ্চলের অপশক্তিকে পরাজিত করার দায়িত্ব নিতে হবে।
বক্তব্যের এক পর্যায়ে তিনি ঘোষণা দেন, মানুষের রায় ‘হুন্ডা–গোন্ডা’ দিয়ে ছিনিয়ে নেওয়ার দিন শেষ। তাঁর এ বক্তব্যে সমাবেশস্থলে উপস্থিত হাজারো তরুণ স্লোগানে মুখর হয়ে ওঠে।
শাহজাহান বলেন, টেকনাফের সীমান্ত বাণিজ্য শুধু অর্থনীতিই নয়, এলাকার সামাজিক স্থিতিশীলতা, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করবে।
সমাবেশে ভিন্নধর্মী রাজনৈতিক সংস্কৃতির আহ্বান জানিয়ে তিনি বলেন, “যদি জামায়াতের পোস্টার কেউ ছিঁড়ে ফেলে, বিএনপি সেটি আবার লাগাবে; আর ধানের শীষের পোস্টার ছিঁড়ে গেলে জামায়াত তা ঠিক করে লাগাবে—এভাবেই উখিয়া–টেকনাফে নতুন রাজনীতির যাত্রা শুরু হবে।” তিনি দাবি করেন, দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবিরের সংগঠনী দক্ষতা ও আদর্শে সন্তুষ্ট, এবং জামায়াতে ইসলামী আগামী বাংলাদেশকে সৎ ও যোগ্য নেতৃত্ব দিতে প্রস্তুত।
বিশেষ অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শাহজালাল চৌধুরী। তিনি ঘোষণা দেন, “আগামী নির্বাচনে উখিয়া–টেকনাফের সাংসদ হবেন মাওলানা নুর আহমদ আনোয়ারি।” এ সময় তিনি আনোয়ারির হাত তুলে ধরলে সমাবেশস্থলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরীর আপন ছোট ভাই হওয়া সত্ত্বেও শাহজালালের এ অবস্থান উপস্থিতদের চমকে দেয়। মুহূর্তটিতে আবেগাপ্লুত হয়ে পড়েন আনোয়ারিও।
উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলতান মাহমুদের সঞ্চালনায় আয়োজিত এ যুবসমাবেশে আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা নুর আহমদ আনোয়ারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি মুহাম্মদ ইব্রাহিম হোসেন রনি, জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম এবং ছাত্রশিবিরসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
