রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম
সাতখামাইর রেলস্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে
expand
সাতখামাইর রেলস্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে

ঢাকা–ময়মনসিংহ রেলপথে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেল চারটার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন শ্রীপুরের কাওরাইদ স্টেশনে পৌঁছে পুনরায় যাত্রা শুরু করে। স্টেশন ত্যাগের পরপরই ইঞ্জিনে বিকট শব্দ হয় এবং ধীরে ধীরে গতি কমে আসে। এ সময় ইঞ্জিন থেকে ছিটকে পড়া মবিল কয়েকজন যাত্রীর গায়ে লাগলে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. শামীম জানান, ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যাওয়ায় ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিকল্প ইঞ্জিন পাঠানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আশপাশের কয়েকটি স্টেশনে ট্রেনগুলোর অতিরিক্ত যাত্রাবিরতি দেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X