শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় অপপ্রচারে প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
ইউনিয়ন বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলন
expand
ইউনিয়ন বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েনসহ দলীয় নেতাদের জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার ও গুজবের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান। তিনি বলেন, 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক সংগঠন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি শক্ত অবস্থানে রয়েছে। এই অবস্থান নষ্ট করতে কিছু ব্যক্তি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।'

সাইফুর রহমান আরও বলেন, 'সম্প্রতি গোয়ালপাড়া গ্রামের পাঁচজন অপহরণের ঘটনায় ময়েন ভাইসহ বিএনপি নেতাদের নাম জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। অথচ উদ্ধার হওয়া স্বপন আলীসহ ভুক্তভোগীরা স্পষ্টভাবে বলেছেন, অপহরণে জড়িত ছিল যশোর এলাকার আব্দুল মজিদ, শাহিন, সাইফুল, রুহুল ও লালন- যারা ভারতীয় স্বর্ণ ব্যবসায়ীদের লোক। জীবননগরের কেউ এর সঙ্গে জড়িত নয়।'

সংবাদ সম্মেলনে জানানো হয়, অপহরণের ঘটনার কয়েকদিন পর মঈন উদ্দীন ময়েন ভুক্তভোগীদের পরিবারের অনুরোধে বিষয়টি জানতে গিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এবং প্রশাসনের সহায়তা নিতে বলেন। কিন্তু এ ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে তাঁর বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। বক্তারা সাংবাদিকদের আহ্বান জানান, বিষয়টি তদন্ত করে সত্য তুলে ধরতে।

এসময় অপহৃত স্বপন আলীসহ উদ্ধার হওয়া চারজন বলেন, 'আমাদের অপহরণের সঙ্গে যশোরের কয়েকজন ও ভারতীয় স্বর্ণ ব্যবসায়ীরা জড়িত। জীবননগরের কেউ নয়।'

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক বদরুদ্দিন বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মোহাম্মদ আবু তালেব, সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী, যুগ্ম সম্পাদক টিটু, সহসভাপতি বিপলুর রহমানসহ বিএনপির স্থানীয় নেতারা।

উল্লেখ্য, স্বর্ণ আত্মসাৎকে কেন্দ্র করে গত ১২ ও ১৩ অক্টোবর জীবননগরের গোয়ালপাড়া গ্রামের পাঁচজন- শফিকুল ইসলাম, আনারুল ইসলাম, হাসান মিয়া, আবুল হোসেন ও স্বপন ইসলাম অপহৃত হন। গত বুধবার (০৫ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা জেলা পুলিশ, ডিবি, সাইবার ক্রাইম সেল ও বিশেষ টিমের যৌথ অভিযানে যশোরের হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের একটি খামারবাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন