

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার হাতিরঝিল থানায় দায়ের হওয়া স্বর্ণ চুরির মামলার সূত্র ধরে চুয়াডাঙ্গা থেকে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) রাতে সদর থানা ও হাতিরঝিল থানা পুলিশের যৌথ অভিযানে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন হাসপাতালপাড়ার আব্দুল আজিজের ছেলে রহিম (২৬) এবং কুষ্টিয়া সদর উপজেলার জগতি গ্রামের মামুনুর রশিদের ছেলে আবদুল আল সাউদ প্রান্ত (২৬)।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, হাতিরঝিল নিউ স্কাটন এলাকার এক কানাডা প্রবাসীর বাসা থেকে প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে।
ঘটনাটির পর হাতিরঝিল থানা পুলিশ প্রথমে এক সন্দেহভাজনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরে অভিযান চালিয়ে রহিম ও প্রান্তকে আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত রহিমের কাছ থেকে ৬ ভরি স্বর্ণালংকার এবং প্রান্তের কাছ থেকে নগদ ৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রান্ত আগে চুয়াডাঙ্গায় অবস্থান করতেন। সে সময় থেকেই তার সঙ্গে রহিমের পরিচয় গড়ে ওঠে, যা পরবর্তীতে চুরির ঘটনায় তাদের সম্পৃক্ত করে।
গ্রেফতারকৃতদের রাতেই ঢাকায় পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি খালেদুর রহমান। তিনি আরও জানান, মামলাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
