শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় এনসিপি নেতাকে কটূক্তির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:২৮ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককের বিরুদ্ধে উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী জুলাই যোদ্ধা আসাদুজ্জামান আলী খানকে ‘চাঁদাবাজসহ বিভিন্ন ধরনের কটূক্তি’ করেছেন বলে অভিযোগ করেছে এনসিপি।

সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন ও জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী আবুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করেন।সেই সাথে জেলা প্রশাসকের সঙ্গে সুশীলদের মতবিনিময় সভায় দেওয়া বিএনপি নেতার বক্তব্য প্রত্যহারের দাবিও জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় এক বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান জুলাই বিপ্লবের অন্যতম পুরোধা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের সাবেক সদস্য সচিব ও বর্তমান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী জুলাই যোদ্ধা আসাদুজ্জামান আলী খানকে মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজীর অভিযোগ সহ বিভিন্ন ধরণের কুটুক্তি করেন। যা সম্পূর্ণ মনগড়া, অজানা মিথ্যা ও ভিত্তিহীন এবং রাজনৈতিক শিষ্ঠাচার বর্হিভূত বক্তব্য। আসাদুজ্জামান আলী খানের জন্য মানহানীকর এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জন্য অসম্মানজনক। সুতারাং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমারখালী উপজেলা শাখার পক্ষ থেকে মিথ্যা অপপ্রচার, মনগড়া, শিষ্টাচার বর্হিভূত বক্তব্যের জন্য তীব্র ও নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।ভবিষ্যতে এধরনের মিথ্যা প্রোপাকান্ডা থেকে বিএনপি নেতাকে বিরত থাকার জন্য ও দেওয়া বক্তব্য প্রত্যহারের দাবি জানান তারা।

তবে অভিযোগে বিষয় অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, "আমি কারো নাম নিয়ে বক্তব্য দিইনি। বলেছি, ৫ আগষ্টের পর সমন্বয়ক পরিচয়ে অনেকেই চাঁদাবাজী, মামলা বাণিজ্যসহ নানান অপকর্ম করেছে। আমরা বার বার প্রশাসনকে জানিয়েও ফল হয়নি। এসবের বিরুদ্ধে আমরা সংবাদ সম্মেলনও করেছিলাম। এনসিপির নেতারা বিষয়টি ভুলভাবে নিচ্ছেন।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন