

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে শহীদ জুলাই যোদ্ধা রনি প্রামাণিকের মা সাহেনা বেওয়ার হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাশ গ্রামে এই মানবিক উদ্যোগের আয়োজন করে শিবগঞ্জ উপজেলা বিএনপি। পুরো কার্যক্রমের পৃষ্ঠপোষকতা ও তত্ত্বাবধান করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।
বাড়ির চাবি গ্রহণের সময় চোখে অশ্রু নিয়ে রনির মা বলেন, “আমার সন্তানকে হারিয়েছি, কিন্তু আজ মনে হচ্ছে আবারও একটি পরিবার পেয়েছি। মীর শাহে আলম আমার ছেলের মতোই স্নেহ দিয়েছে।” তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের জন্য দোয়া করেন।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবসহ দলের স্থানীয় নেতারা ও অঙ্গসংগঠনের কর্মীরা।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২০ জুলাই ঢাকার সাভারে গুলিতে নিহত হন শিবগঞ্জের রিকশাচালক রনি প্রামাণিক। অসুস্থ সন্তানের ওষুধ কিনতে বের হয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরদিন স্থানীয়দের সহায়তায় মরদেহ নিজ গ্রামে এনে দাফন করা হয়।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    