

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’-এর বিএনপি স্বাক্ষরিত মূল পৃষ্ঠা পরিবর্তন করে তা ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে। তার দাবি, এভাবে দেশে নির্ধারিত নির্বাচন প্রক্রিয়া ঠেকানোর জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর পাচুরিয়া ইউনিয়নের অন্ধ গফুরের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।
রিজভী বলেন, “একটি ফ্যাসিবাদী যুগ শেষ হয়েছে, যখন বিরোধী দলের মুখ বন্ধ করে রাখা হতো। সেই সময় মানুষ ভয় পেত কথা বলতে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের বাকস্বাধীনতার জন্য প্রায় ১৭ বছর ধরে সংগ্রাম করেছেন।”
তিনি আরও বলেন, “আজও যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, তারা নির্বাচন ঠেকাতে নতুন ষড়যন্ত্র করছে। বিএনপি জনগণের সঙ্গে আছে, তাই এ ষড়যন্ত্র সফল হবে না।”
এদিকে জানা গেছে, রাজবাড়ীর জন্মান্ধ গফুর মল্লিক (৭৯) দীর্ঘদিন ধরে ট্রেনে বাদাম ও নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তার গল্পটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসার পর ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে গফুর মল্লিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুল রহমান রুমন, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মমিন মিথুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তুহিনুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
