বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাপানে মার্কিন সেনাদের সামনে নাচলেন ট্রাম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১০:৫২ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
expand
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মালয়েশিয়ায় বিমানবন্দরে নাচের পর এবার জাপানে নিজের দেশের সেনাদের সামনে নেচে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তৃতা শেষে সেনাদের উল্লাসে সাড়া দিয়ে গানের তালে তালে নাচেন তিনি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) জাপান সফরের অংশ হিসেবে ট্রাম্প ইউএসএস জর্জ ওয়াশিংটন নামের মার্কিন রণতরীতে যান। সেখানে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করেন ও কথা বলেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্পের সফরের এই অংশে বেশ উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়— ট্রাম্প সেনাদের উদ্দেশে বক্তব্য শেষ করার পর মঞ্চে উঠে গানের সঙ্গে নাচতে শুরু করেন। সেই সময় স্পিকারে বাজছিল জনপ্রিয় গান “সুইট ক্যারোলিন” এবং “পার্টি ইন দ্য ইউএসএ”।

এর আগে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে ট্রাম্প যান ইয়োকোসুকা নৌঘাঁটিতে। সেখানে দুই দেশের সম্পর্ক ও সামরিক সহযোগিতা নিয়ে বৈঠক হয়।

বক্তব্যে ট্রাম্প বলেন, জাপান যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও মিত্রদের মধ্যে অন্যতম। আপনারা যখনই কোনো সহায়তা চাইবেন, আমরা আপনাদের পাশে থাকব।

তিনি আরও যোগ করেন, যদি কখনও কোনো বিষয়ে সংশয় থাকে, বা কোনো সহায়তা প্রয়োজন হয়, আমাদের জানাতে দ্বিধা করবেন না। ওয়াশিংটন সবসময় টোকিওর পাশে থাকবে।

বৈঠক চলাকালে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির সঙ্গে বন্ধুত্বপূর্ণ করমর্দনও করেন ট্রাম্প। এ সময় হাস্যরস করে তিনি বলেন, “এটা সত্যিই এক শক্ত করমর্দন।

প্রধানমন্ত্রী তাকাইচি পাল্টা প্রশংসা করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আপনার সম্পর্কে অনেক ইতিবাচক কথা বলতেন। তিনি প্রায়ই বলতেন, আপনি সাহসী এবং অগ্রসর কূটনীতির পক্ষপাতী।

বৈঠক শেষে ট্রাম্প ও তাকাইচি জাপানের বিরল খনিজ ও ধাতু আমদানি এবং যুক্তরাষ্ট্রের ফোর্ড এফ-১৫০ ট্রাক ক্রয় সংক্রান্ত দুটি চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও জাপানের সম্পর্ক এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরও দৃঢ় হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন