

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ৪ জন প্রার্থী অংশ নেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রার্থীরা স্থানীয় জনগণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া প্রার্থীরা হলেন— বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান অলিউল্লাহ, ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন এবং জাতীয় পার্টি-জেপি প্রার্থী জামাল হোসাইন
জনতার মুখোমুখি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরগুনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কাদের। এ সময় স্থানীয় জনগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাস্তাঘাটের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, পর্যটন বিকাশ, নারীর ক্ষমতায়ন, মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক উন্নয়নের অঙ্গীকার করেছেন বরগুনা ১ আসনের প্রতিদ্বন্দ্বী ৪ জন সংসদ সদস্য প্রার্থী। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রার্থীদের কাছে উন্নয়ন, সুশাসন, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি, ভূমি সমস্যা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুলে ধরেন।
মন্তব্য করুন
