

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- নুরুল আমিন বুলেট (৩৭) ও সুকুমার হাওলাদার (৩৮)। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে লৌহজং উপজেলার মেদেনীমণ্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
যৌথ বাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে চলমান তল্লাশি অভিযানের অংশ হিসেবে যশলদিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক দুইজনের কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. টিটি-৩৩ অবৈধ পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
এছাড়া উদ্ধারকৃত অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে- পাঁচ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ পিস ফেনসিডিল, আটটি মোবাইল ফোন, দুটি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা।
পরবর্তীতে আটক দুইজন ও উদ্ধারকৃত সব আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মুন্সীগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাস, নাশকতামূলক কর্মকাণ্ড ও অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন
