শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের জনসভায় ১০০ মোবাইল চুরি, থানায় জিডি ৭০ জনের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম
জনসভার একাংশ
expand
জনসভার একাংশ

বগুড়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে প্রায় শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

এই চুরির শিকার হওয়া ব্যক্তিদের তালিকায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম তালুও রয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত পর্যন্ত এ ঘটনায় বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অন্তত ৭০ জন ভুক্তভোগী।

জনসভা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারেক রহমানের এই জনসভাকে ঘিরে বগুড়া শহরে মানুষের ব্যাপক ঢল ও উত্তেজনা ছিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ভিড়ে সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে আলতাফুন্নেছা খেলার মাঠ। মূল মাঠে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ শহরের সাতমাথা ও আশপাশের বিভিন্ন সড়কে অবস্থান নেন।

এই বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে ওঠে চোরচক্র। জনসভা শেষে বাড়ি ফেরার সময় অনেকেই পকেট বা ব্যাগে হাত দিয়ে দেখেন তাদের ফোনটি নেই।

শনিবার বগুড়া সদর থানার ডিউটি অফিসার এসআই শাহিন বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত সবমিলিয়ে ৬০/৭০টির মত জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে মোবাইল ফোন হারানোর বিষয়ে। আরও অনেকেই আসছেন ফোন হারানোর মৌখিক অভিযোগ নিয়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X