

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিত ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে প্রচুর বানান ভুল লক্ষ করা গেছে, যা শিক্ষার্থী ও সাধারণ পাঠক উভয়কেই বিস্মিত করেছে। প্রশ্নপত্রে অন্তত ১৭৭টি বানান ভুল শনাক্ত করে একটি অনলাইন পত্রিকা। ভুলে ভরা এই প্রশ্নপত্রেই শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক এই পরীক্ষা।
একনজরে প্রশ্নপত্র দেখলেই মনে হবে, প্রশ্নকর্তারা বুঝি মূর্ধন্য-ণ বর্ণের সঙ্গে পরিচিত নন। আচরণ, গ্রহণ, কারণ, গবেষণা, উদাহরণ, জনগণ-এর মতো অতিসাধারণ বানানেও মূর্ধন্য-ণ-এর জায়গায় দন্ত্য-ন ব্যবহার করেছেন তারা।
প্রশ্নপত্রে আচরণকে লিখেছে ‘আচরন’, পরিগণিতকে লিখেছে ‘পরিগনিত’, গবেষণাকে লিখেছে ‘গবেষনা’, সাধারণকে লিখেছে ‘সাধারন’, ধারণাকে লিখেছে ‘ধারনা’, জনগণকে লিখেছে ‘জনগন’, উদাহরণকে লিখেছে ‘উদাহরন’, সম্প্রসারণকে লিখেছে ‘সম্প্রসারন’, বহুমুখীকরণকে লিখেছে ‘বহুমুখীকরন’, নিয়ন্ত্রণকে লিখেছে ‘নিয়ন্ত্রন’, অংশগ্রহণকে লিখেছে ‘অংশগ্রহন’, কারণকে লিখেছে ‘কারন’, সৎ গুণকে লিখেছে ‘সদগূন’, গ্রহণকে লিখেছে ‘গ্রহন’, মন্ত্রণালয়কে লিখেছে ‘মন্ত্রনালয়’, নির্মাণকে লিখেছে ‘নির্মান’, পরিমাণকে লিখেছে ‘পরিমান’, বর্ণকে লিখেছে ‘বর্ন’।
যে পরীক্ষায় ভালো করতে শিক্ষার্থীদের প্রমিত বানান পড়তে হয়, জানতে হয়, সেই পরীক্ষার প্রশ্নপত্রে এত এত বানান ভুল মোটেই কাম্য নয়। বাকি ভুল বানানগুলো হলো—কোন্, নির্বাহি, হেনরী, প্রোটোকল, জালানী, জসীমউদ্দীনের, লংঘনের, শৃংখলার, রূপালী, বর্ণালী, a:c এর, সনাক্তের, কি, উচু, বাংগালি, নির্বাচনী, গ্রীন-হাইড্রোজেনের, হল, অবঃ, কণাগুলিতে, অণুগুলিতে, জানুয়ারী, ফেব্রুয়ারী, প্রস্থাব, মূলতঃ, বর্ণালী, অতিবেগুনী, শ্রেণী, রপ্তানী, K এর, পরিবর্তন সংক্রান্ত, পেশী, নেয়া এর, ধরণের, সংস্কার পূর্বক, জি-৭ এর, প্রোগ্রাম এর, এলগরিদম, প্লাটফর্ম, তিব্বতী, অডিও, ভিডিও, সংখ্যাগুলি, হ্যাণ্ডেল, শহীদ, আমদানী, কোষ গুলোকে, তৈরী, বেশী, কিনা, শূণ্য, কোনটিই, পেন্সিল, উৎপাদন ভিত্তিক, কিসের, দ্বন্দ, আপীল, ট্রাইবুনাল, সুপ্রীম, কাহিনী, খেলাপী, চুল্লীতে, পর্তুগীজ, ব্যাক্তিগত, গাড়ী। উচ্চারণ ও অর্থবোধে জটিলতা না হলে হস্-চিহ্ন ব্যবহার না করার বিধান থাকলেও সব জায়গায় 'কোন্' লেখা হয়েছে।
উপর্যুক্ত বানানগুলোর শুদ্ধ ও প্রমিতরূপ হলো কোন, নির্বাহী, হেনরি, প্রটোকল, জ্বালানি, লঙ্ঘনের, শৃঙ্খলার, রুপালি, বর্ণালি, a:c-এর, শনাক্তের, কী, উঁচু, বাঙালি, নির্বাচনি, গ্রিন-হাইড্রোজেনের, হলো, অব., কণাগুলোতে, অণুগুলোতে, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রস্তাব, মূলত, অতিবেগুনি, শ্রেণি, রপ্তানি, K-এর, পরিবর্তনসংক্রান্ত, পেশি, নেওয়া-এর বা নেওয়ার, ধরনের, সংস্কারপূর্বক, জি-৭-এর, প্রোগ্রাম-এর বা প্রোগ্রামের, অ্যালগরিদম, প্ল্যাটফরম, তিব্বতি, অডিয়ো, ভিডিয়ো, সংখ্যাগুলো, হ্যান্ডেল, শহিদ, আমদানি, কোষগুলোকে, তৈরি, বেশি, কি না, শূন্য, কোনোটিই, পেনসিল, উৎপাদনভিত্তিক, কীসের, দ্বন্দ্ব, আপিল, ট্রাইব্যুনাল, সুপ্রিম, কাহিনি, খেলাপি, চুল্লিতে, পর্তুগিজ, ব্যক্তিগত, গাড়ি।
এ ছাড়া বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের অন্যতম কবি ভুসুকুপা-এর নামের বানান লেখা হয়েছে ‘ভুসুরুপা’। পল্লিকবি জসীমউদ্দীনের নামের বানান লেখা হয়েছে ‘জসীমউদ্দীন’। যা সাহিত্য ও ইতিহাসের প্রতি চরম অবহেলারই পরিচয় দেয়।
বানান ভুলের বিষয়ে এক বিসিএস পরীক্ষার্থী বলেন, ‘আমি ৫০তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। প্রশ্নপত্রে এত বানান ভুল দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। অতিসাধারণ বানানও ভুলভাবে লেখা হয়েছে। বিসিএস পরীক্ষায় ভালো করতে যেখানে পরীক্ষার্থীদের প্রমিত বানান জানতে হয়, সেখানে প্রশ্নপত্রেই যদি ভুল বানান থাকে, তাহলে সেটা লজ্জাজনক বিষয় হয়ে যায়।’
বানান ভুলের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমবলেন, ‘আমি প্রশ্ন দেখিনি। আপনি তো যে বিষয়টা বলছেন, সেটা ক্লেইম করা। ক্লেইমটা রাইট কি না, সেটা দেখতে হবে। আমি এই অভিযোগ শুনিনি।’
অতিসাধারণ বানানেও মূর্ধন্য-ণ-এর জায়গায় দন্ত্য-ন ব্যবহারের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ণত্ববিধি অনুসারে এসব বানানে মূর্ধন্য-ণ হওয়ার কথা। এসব বানানে দন্ত্য-ন হওয়া উচিত নয়। অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত ছিল।’ সুত্র: দ্য ডেইলি ক্যাম্পাস
মন্তব্য করুন

