

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে বিএনপি প্রার্থীর পক্ষে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বেশি ভোট সংগ্রহ করতে পারলে নগদ এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাঙ্গাবালীর চালিতাবুনিয়া ইউনিয়নের মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। এতে উপজেলা বিএনপির দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্যে আব্দুর রহমান ফরাজী বলেন, রাঙ্গাবালী উপজেলায় ৩৭টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের মধ্যে আনুপাতিক হারে যে কেন্দ্র থেকে সবচেয়ে বেশি ভোট পাওয়া যাবে, সেই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট দলীয় নেতাকে নির্বাচনের পরদিন নগদ এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী ও সমর্থকদের উদ্দেশে বলেন, তাদের প্রার্থী এ আসনে বিজয়ী হতে পারবেন না।
এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বলেন, দলের নেতা-কর্মীদের উৎসাহিত করতেই এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে রাঙ্গাবালীর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা বলেন, লাখ টাকা পুরস্কার ঘোষণার ভিডিও তাঁর নজরে এসেছে। সংশ্লিষ্ট বিএনপি নেতাকে ডাকা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
