

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে কিছুটা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সদর দফতরে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে প্রবেশের সময় চলন্ত সিঁড়ি হঠাৎ থেমে যায়। ফলে বাকি ধাপগুলো তাকে হেঁটে উঠতে হয়। এরপর ভাষণ দিতে গিয়ে টেলিপ্রম্পটার ভাঙা দেখতে পান তিনি।
এই দুটি ঘটনার পর জাতিসংঘকে তীব্রভাবে সমালোচনা করেন ট্রাম্প। তার মতে, এ ধরনের অস্বস্তিকর পরিস্থিতি আসলে জাতিসংঘের সামগ্রিক দুর্বলতার প্রতীক।
ভাষণে ট্রাম্প অভিযোগ করেন, জাতিসংঘ তার সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। শান্তি স্থাপন থেকে শুরু করে নানা প্রক্রিয়ায় সংগঠনটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তুলনা টেনে বলেন, “জাতিসংঘ এখন অনেকটা বন্ধ হয়ে যাওয়া চলন্ত সিঁড়ি বা ভাঙা টেলিপ্রম্পটারের মতো।”
নিজের নির্ধারিত ১৫ মিনিট সময় পার করেও বক্তব্য চালিয়ে যান ট্রাম্প। এ সময় তিনি জাতিসংঘ ছাড়াও অভিবাসন ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, অভিবাসীদের সুবিধা দিয়ে পশ্চিমা দেশগুলোকে দুর্বল করে দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাটি।
সাধারণ অধিবেশনে তিনি শুধু জাতিসংঘকেই নয়, শত্রু-মিত্র নির্বিশেষে নানা দেশের বিরুদ্ধেই কঠোর মন্তব্য করেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
