রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আমার মাথায় কোনো সমস্যা নেই: ডোনাল্ড ট্রাম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সাথে কথা বলছেন। ছবি: সংগৃহীত
expand
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সাথে কথা বলছেন। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (৩০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় হেসেই বললেন- তার মস্তিষ্ক নিয়ে কোনো সমস্যা নেই। কথার সুরে খানিক মজা করেই তিনি এমন মন্তব্য করেন।

ট্রাম্প জানান, সম্প্রতি তার যে এমআরআই করানো হয়েছে, তার ফল একেবারে সন্তোষজনক এসেছে। যদিও সেটি মস্তিষ্কের এমআরআই ছিল না।

তিনি আরও যোগ করেন, তিনি একটি মানসিক-দক্ষতা পরীক্ষাও দিয়েছেন, যেখানে তিনি তার ভাষায় “খুব উঁচু নম্বর” পেয়েছেন—এবং তা সবাই পেতে পারে না বলেও মন্তব্য করেন।

ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রে আগে থেকেই আলোচনা-সমালোচনা ছিল।

তার মেয়াদের শুরুর দিকেই সাংবাদিক মাইকেল উলফের লেখা ফায়ার অ্যান্ড ফিউরি বইটিতে দাবি করা হয়, ট্রাম্প নাকি বারবার একই কথা বলেন এবং তার আচরণে মানসিক সমস্যার ইঙ্গিত পাওয়া যায়।

তবে সে সময় হোয়াইট হাউসের চিকিৎসক রনি জ্যাকসন বলেছিলেন, ট্রাম্পের সামগ্রিক স্বাস্থ্য একেবারেই ভালো।

পরবর্তী শারীরিক পরীক্ষায় মানসিক সুস্থতা মূল্যায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি।

পরে কয়েকজন চিকিৎসা বিশেষজ্ঞ জ্যাকসনকে চিঠি লিখে অনুরোধ করেন—ট্রাম্পের বয়স বিবেচনায় তার মানসিক মূল্যায়ন করানো উচিত, কারণ ৬৬ বছরের বেশি বয়সীদের মেডিকেল চেকআপে মানসিক সক্ষমতা যাচাই গুরুত্বপূর্ণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X