শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম
অভিনেত্রী হুদা শারাউই
expand
অভিনেত্রী হুদা শারাউই

সিরিয়ার জনপ্রিয় অভিনেত্রী হুদা শারাউই মারা গেছেন। দেশটির রাজধানী দামেস্কের নিজ বাসভবন থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-ওয়াতানের দেওয়া তথ্যমতে, তাঁর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার প্রধান সন্দেহভাজন তাঁর গৃহকর্মী। অভিনেত্রীর মৃত্যুর পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

সিরীয় শিল্পী সমিতির প্রধান মাজেন আল-নাতুর অভিনেত্রীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানিয়েছেন, ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে হত্যাকাণ্ডটি বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আরব বিশ্বের অত্যন্ত জনপ্রিয় টিভি সিরিজ ‘বাব আল হারা’-তে ‘উম্মে জাকি’ চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি।

ষাটের দশকে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে তারকা খ্যাতি পান। দীর্ঘ অভিনয় জীবনে দুইবার সিরীয় শিল্পী সমিতির সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে দামেস্কে সশস্ত্র ডাকাতিসহ অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X