রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

১৩ ছাত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন যুবক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পিএম আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম
হাসান আহমেদ গাজ্জার (২২) (ইনসেটে)
expand
হাসান আহমেদ গাজ্জার (২২) (ইনসেটে)

মিশরে এক যুবক নিজের জীবন বিপন্ন করে বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রীকে বাঁচিয়ে এক অসাধারণ মানবিকতার উদাহরণ রেখে গেছেন। দুর্ঘটনাকবলিত এক মিনিবাস নদীতে পড়ে গেলে তিনি ঝাঁপিয়ে পড়ে সবাইকে উদ্ধার করেন, কিন্তু নিজে আর বাঁচতে পারেননি।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, সিনাই অঞ্চলে ছাত্রীদের নিয়ে চলা একটি মিনিবাসের টায়ার হঠাৎ ফেটে যায়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে ডুবতে শুরু করে।

এ দৃশ্য দেখে হাসান আহমেদ গাজ্জার (২২) নামের এক যুবক দৌড়ে গিয়ে পানিতে নেমে পড়েন। সাঁতার জানতেন না—তারপরও তিনি পিছনের দরজা খোলার চেষ্টা করে একে একে ১৩ জনকে বের হতে সাহায্য করেন।

সব শিক্ষার্থীকে নিরাপদে তোলার পর তিনি নিজে আর岸ে ফিরতে পারেননি। দীর্ঘক্ষণ পানিতে লড়াই করে শেষ পর্যন্ত তিনি ডুবে যান। তার মৃত্যু দেশের মানুষের হৃদয়ে গভীর শোকের ঢেউ তুলেছে।

হাসানের গ্রামের বাড়ি মেনুফিয়া প্রদেশ। কাজের সন্ধানে সিনাই এলাকায় গিয়েছিলেন। পরিবারের সদস্যরা জানান, তিন কন্যার এই বাবা জন্মদিনের মাত্র দুই দিন আগে প্রাণ হারালেন। জন্মদিন উদ্‌যাপনের কেকও প্রস্তুত ছিল।

হাসানের বাবা আবেগভরে বলেন, “আমার ছেলে নিজের জীবন দিয়ে অন্যদের বাঁচিয়েছে—এটাই তার বীরত্বের পরিচয়। আমি তার জন্য গর্বিত।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X