বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলি সেনাদের আত্মহত্যার হার বাড়ছে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পিএম
expand
ইসরাইলি সেনাদের আত্মহত্যার হার বাড়ছে

নতুন প্রতিবেদনে প্রকাশ হয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর অন্তত ৫০ জন সেনা আত্মহত্যা করেছেন এবং ২৭৯ জন আত্মহত্যার চেষ্টা করেছেন।

এই তথ্য ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সময়কালকে ভিত্তি করে তৈরি করা হয়েছে। গাজা উপত্যকায় চলমান ইসরাইলি সামরিক অভিযানের প্রেক্ষাপটে এই তথ্য উদ্বেগজনক হিসাবে দেখা হচ্ছে।

ইসরাইলি পার্লামেন্ট নেসেটের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টার মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি একজন সেনা আত্মহত্যা করলে তার বিপরীতে সাতজন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন।

২০২৪ সালে আত্মহত্যার প্রকৃতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। সেই বছর আত্মহত্যাকারীদের ৭৮ শতাংশ ছিলেন যুদ্ধরত সেনা। যেখানে ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে এই হার ছিল মাত্র ৪২–৪৫ শতাংশ। বিশ্লেষকরা মনে করছেন, এই হারের বৃদ্ধির একটি বড় কারণ হলো ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ব্যাপক রিজার্ভ সৈন্য সমাবেশ, যেখানে হাজার হাজার সেনাকে পুনরায় সক্রিয় ডিউটিতে আনা হয়।

প্রতিবেদনটি মূলত ইসরাইলি সামরিক মেডিক্যাল কর্পসের মানসিক স্বাস্থ্য কেন্দ্র এবং নেসেটের বিভিন্ন কমিটির আলোচনার তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। এতে স্পষ্ট করা হয়েছে, এই পরিসংখ্যান শুধুমাত্র সক্রিয় বা রিজার্ভ ডিউটিতে থাকা সেনাদের অন্তর্ভুক্ত করেছে। অবসরে থাকা প্রাক্তন সেনাদের আত্মহত্যা তালিকায় নেওয়া হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৫০ জন ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন। এর আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৪৩ জন সেনা আত্মহত্যা করেছেন।

চলতি বছরের জুলাই মাসে ইসরাইলি গণমাধ্যমগুলো জানায়, সাম্প্রতিক মাসগুলোতে প্রায় চার ডজন সেনা আত্মহত্যা করেছেন, যারা গাজার যুদ্ধক্ষেত্রে ভয়াবহ সহিংসতা ও মানসিক আঘাতের শিকার হয়েছেন।

যদিও ইসরাইলি সেনাবাহিনী এসব ঘটনা এবং প্রেক্ষাপট গোপন রাখার চেষ্টা করছে, তথাপি একের পর এক তথ্য ফাঁস হয়ে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিছু সেনাকে সামরিক মর্যাদা ছাড়াই গোপনে দাফন করা হয়েছে, যাতে আত্মহত্যার প্রকৃত সংখ্যা এবং কারণ প্রকাশ না পায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন