শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী-৪ আসনে বিএনপি প্রার্থীর গণসংযোগ

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৪৬ এএম
বিএনপি প্রার্থীর গণসংযোগ
expand
বিএনপি প্রার্থীর গণসংযোগ

নরসিংদী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়েছেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ আমান ।

গতকাল বিকেলে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডে ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

গণসংযোগকালে মোঃ আমান উল্লাহ আমান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে বিএনপির প্রার্থী নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলই যোগ্য নেতৃত্ব দিতে পারবেন।

তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য তারা এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এই সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুল হক খসরু, বেলাবো উপজেলা উলামা দলের প্রচার সম্পাদক হাজী বিল্লাল হোসেন,বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আশিক সুজন মামুন, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুনর রশীদ মোল্লা, সাবেক সহ-সভাপতি এনামুল ফকির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেরেগুল হুসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,সল্লাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোফায়েল ফকির, সহ-সভাপতি ওমর ফারুক, সহ সভাপতি তোফাজ্জল হোসেন, সল্লাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান , সল্লাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির নেতা ইসমাইল, মোঃ কাজল'সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X