রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে পেট্রোল–ডিজেলের দাম আবার কমল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পিএম
পাকিস্তানের পেট্রোল সরবরাহ-ফাইল ছবি
expand
পাকিস্তানের পেট্রোল সরবরাহ-ফাইল ছবি

পাকিস্তানের কেন্দ্রীয় সরকার সাধারণ ভোক্তাদের জন্য পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের মূল্য কিছুটা কমিয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, পেট্রোলের লিটারপ্রতি দাম কমেছে ২ রুপি এবং ডিজেলের দাম কমেছে ৪.৭৯ রুপি।

হালনাগাদ দামে এখন পেট্রোলের লিটারপ্রতি মূল্য ২৬৩.৪৫ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ২৭৯.৬৫ রুপি। ঘোষণার পর আজ (১ ডিসেম্বর) থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

সরকারের অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং ওগরা (অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি কমিশন)-এর সুপারিশ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওগরার পক্ষ থেকে পেট্রোলের দাম ৩.৭০ রুপি কমানোর প্রস্তাব দেওয়া হলেও সরকার সামঞ্জস্য রেখে ২ রুপি কমানোর সিদ্ধান্ত গ্রহণ করে।

এদিকে মধ্যপ্রাচ্যের কুয়েতে আল-জৌর রিফাইনারির কয়েকটি ইউনিট পুনরায় চালু হওয়ায় পাকিস্তানে তেলের সরবরাহ বেড়েছে। ওগরার কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত সরবরাহ পাওয়া যাওয়ায় তেলের দামে এই সমন্বয় করা সম্ভব হয়েছে।

নতুন মূল্য আগামী ১৫ দিন কার্যকর থাকবে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। সরকারের লক্ষ্য—বাজারে জ্বালানির দাম স্থিতিশীল রাখা এবং ভোক্তা পর্যায়ে চাপ কমানো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X