শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙছে ভারত, জ্বলছে লাদাখ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
expand
ভাঙছে ভারত, জ্বলছে লাদাখ

ভারতের লাদাখে কেন্দ্রশাসিত অঞ্চলের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) শান্তিপূর্ণ কর্মসূচি হঠাৎই সহিংসতায় রূপ নেয়। লেহ শহরে বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি ভস্মীভূত করে, বিজেপির দপ্তরে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং ব্যাপক ইটপাটকেল ছোড়াছুড়ি হয়, ফলে পুরো এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে।

পিটিআই সূত্রে জানা যায়, ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। তখন কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছিল যে এটি সাময়িক ব্যবস্থা, পরবর্তীতে লাদাখের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। তবে চার বছরের বেশি সময় পার হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় স্থানীয়দের ক্ষোভ চরমে পৌঁছেছে।

লাদাখের রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো অভিযোগ করছে, কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখের রাজনৈতিক অধিকার ও সাংবিধানিক স্বীকৃতি ক্ষুণ্ণ হয়েছে। মর্যাদা পুনর্বহাল এবং সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী স্বশাসনের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। কিন্তু কেন্দ্রের উদাসীনতায় শান্তিপূর্ণ আন্দোলন বুধবার সহিংসতায় রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন উত্তেজনা প্রশমনে আলোচনা শুরু করার উদ্যোগ নিলেও আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—বিশেষ মর্যাদা পুনর্বহালের ঘোষণা ছাড়া তারা পিছু হটবেন না।

এদিকে এই আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে জনপ্রিয় প্রকৌশলী, গবেষক ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ)-এ মামলা করা হয়েছে, যে আইনে জামিন ছাড়াই দীর্ঘমেয়াদে আটক রাখার সুযোগ রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যে জানা গেছে, শুক্রবার দুপুরে লেহ শহর থেকে ওয়াংচুককে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। দুপুর আড়াইটায় তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার প্রস্তুতি নিচ্ছিলেন, তবে তার আগেই পুলিশ তাকে নিয়ে যায়।

বুধবার লাদাখের লেহ শহরে রাজ্য মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে ঘোষিত “কমপ্লিট শাটডাউন” কর্মসূচিতে হাজারো মানুষ রাস্তায় নেমে এলে পরিস্থিতি হঠাৎই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৪ জন নিহত ও প্রায় ৯০ জন আহত হন।

বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ক্ষমতাসীন দল বিজেপির একটি কার্যালয়ে হামলা চালায়। অন্তত তিনটি সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ওয়াংচুক “উসকানিমূলক বক্তব্য” দেওয়ার পর আন্দোলনকারীরা মিছিল থেকে বের হয়ে সরকারি ও রাজনৈতিক দলের দপ্তরে হামলা চালায়। পুলিশের গাড়ি ভাঙচুরের পর আত্মরক্ষায় নিরাপত্তা বাহিনী গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।

সহিংসতার পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াংচুকের অলাভজনক প্রতিষ্ঠান স্টুডেন্ট এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ (SECMOL)-এর নিবন্ধন বাতিল করে। অভিযোগ ছিল, সংগঠনটি নিয়ম ভঙ্গ করে বিদেশ থেকে অর্থ সংগ্রহ করেছে। একইসঙ্গে লেহ শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

ওয়াংচুক সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাদের প্রতিষ্ঠান কোনো অবৈধ তহবিল নেয়নি। জাতিসংঘসহ সুইজারল্যান্ড ও ইতালির কয়েকটি সংস্থার সঙ্গে কিছু বাণিজ্যিক প্রকল্পে কাজ হয়েছে এবং সেসবের করও পরিশোধ করা হয়েছে। তার দাবি, সরকার আন্দোলন দমন করতে তাকে “বলির পাঁঠা” বানিয়েছে।

২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। তখন কেন্দ্রীয় সরকার বলেছিল, এটি অস্থায়ী ব্যবস্থা। কিন্তু চার বছরের বেশি সময় পার হলেও রাজ্য মর্যাদা ফিরিয়ে না দেওয়ায় স্থানীয়রা বিক্ষোভে নেমেছেন।

উল্লেখযোগ্যভাবে, বলিউডের ‘থ্রি ইডিয়টস’ ছবিতে আমির খানের চরিত্রের বাস্তব অনুপ্রেরণা এই সোনাম ওয়াংচুক। জলবায়ু পরিবর্তন ও শিক্ষাবিষয়ক কাজের জন্য ২০১৮ সালে তিনি রামোন মাগাসাসে পুরস্কার লাভ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন