রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয়দের জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হচ্ছে: মমতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ এএম আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ এএম
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
expand
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন যে ভারতের কিছু নাগরিককে জোরপূর্বক বাংলাদেশ সীমান্তের দিকে পাঠানো হচ্ছে।

তিনি ইঙ্গিত করেন, এ ঘটনায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ভূমিকা নিয়ে তার অসন্তোষ রয়েছে।

সোমবার কোচবিহারের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, সীমান্ত এলাকায় অতিরিক্ত কঠোরতা দেখানো হচ্ছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। তিনি রাজ্য পুলিশকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়ে তল্লাশি কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেন।

স্থানীয় মানুষের প্রতি হয়রানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, কোচবিহার সীমান্তবর্তী জেলা হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন—কেউ বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করা যায় না। বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ, আর পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য—এই দুই বিষয়কে গুলিয়ে ফেলা ঠিক নয়।

মমতা আরও বলেন, ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ ভিন্ন ভাষায় কথা বলেন। উত্তর প্রদেশের অনেকেই উর্দু ব্যবহার করেন, পাকিস্তানেও উর্দুভাষী মানুষ আছেন; পাঞ্জাব দুই দেশেই রয়েছে এবং দুই পাশেই পাঞ্জাবি ভাষায় কথা বলা হয়। ভাষাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের হয়রানি করার অভিযোগও তিনি তুলে ধরেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X