

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পর্তুগালের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে উগ্র ডানপন্থী দল চেগা (Chega)-র নেতা আন্দ্রে ভেন্তুরার একটি বিলবোর্ড। মনতিহো শহরের একটি বাসস্টপের পাশে লাগানো ওই পোস্টারে বড় অক্ষরে লেখা— “Isto Não é o Bangladesh”, যার অর্থ “এটা বাংলাদেশ নয়।”
গত রবিবার (২৬ অক্টোবর) নিজেই ইনস্টাগ্রামে বিলবোর্ডের ছবি শেয়ার করেন ভেন্তুরা। ক্যাপশনে তিনি লেখেন, “তারা ইতিমধ্যেই রাস্তায় আছে। ১৮ জানুয়ারি এই দেশ বদলে যাবে। ভয় নেই!”
এই পোস্ট ঘিরে অনলাইন ও রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকেই এটিকে অভিবাসনবিরোধী মনোভাবের প্রকাশ বলে মনে করছেন।
ভেন্তুরা আসন্ন জানুয়ারির রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে তার প্রচারণায় অভিবাসনবিরোধী বক্তব্যকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। বিলবোর্ডে বাংলাদেশের নাম উল্লেখ করায় পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যরা বলছেন, “এভাবে একটি দেশ বা জাতির নাম ব্যবহার করে নেতিবাচক বার্তা দেওয়া অনভিপ্রেত এবং অপমানজনক।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভেন্তুরার এই প্রচারণা জনগণের মধ্যে বিভাজন তৈরির কৌশল হতে পারে। তবে এই বিলবোর্ড এখন পর্তুগিজ রাজনীতির আলোচ্য বিষয় হয়ে উঠেছে, বিশেষত সোশ্যাল মিডিয়ায়।
মন্তব্য করুন
